সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে
মূলধারার গণমাধ্যম এখন হুমকির মুখে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়েই ইলেকট্রনিক সাংবাদিকতার শুরু ১৯৯৬ সালে লাইসেন্স দেয়ার মাধ্যমে।  তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মূলধারার গণমাধ্যম এখন হুমকির মুখে বলে জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল শুক্রবার (৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। আয়োজনের প্রথম সেশনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় আসি, তখন চ্যানেল ছিল ১০টি, এখন ৩২টি। অন্তত এক ডজন কমিউনিটি রেডিওর লাইসেন্স দেয়া হয়েছে। বেশির ভাগ বিজ্ঞাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে চলে গেছে। এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, পুরো বিশ্বেই। যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে। সার্কুলেশন কমে গেছে।

তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম খুব ভালো কিছু না। ইউরোপের এক জরিপে দেখা গেছে, সেখানকার ৮০ শতাংশ মানুষ মনে করে, সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক অস্থিরতা তৈরি জন্য দায়ী। গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতার জন্য হুমকি এগুলো। আমরা সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নিয়েছি। আমরা এখন বিদেশী চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন বন্ধ করেছি।

শেয়ার করুন