[caption id="attachment_54916" align="aligncenter" width="684"]
সিরিয়ায় জ্বালানি ট্যাংকার-বাস সংঘর্ষ[/caption]
সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে হোমসপ্রদেশের সংযোগ সড়কে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এতে আরও ৭০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) ওই দুর্ঘটনার সময় হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা ১৫টি গাড়ি একটি অপরটিকে ধাক্কা মারে। খবর রাষ্ট্রীয় গণমাধ্যম সানা ও রয়টার্সের। স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খালেদ আল-রাহমৌন বলেছেন, ট্যাংকারটির ব্রেক কাজ না করায় দুটি বড় বাস ও ১৫টি অন্য গাড়িতে ধাক্কা দেয় ট্যাংকারটি। বাস দুটিতে ইরাকি যাত্রী ছিলেন।
উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।
দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে শিয়া ইরাকি তীর্থযাত্রী ছিলেন। যারা রাজধানীর নিকটবর্তী পবিত্র মাজারে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পবিত্র স্থানগুলো এই অঞ্চলের শিয়া তীর্থযাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত