[caption id="attachment_54972" align="alignleft" width="175"]
কিভাবে নেবেন গরমকালে ত্বকের যত্ন[/caption]
এ মাস বসন্তের মাস। গরমে যাদের ত্বক তৈলাক্ত তারা পড়েন বিপদে। কারণ ত্বকে অতিরিক্ত তেল ও ময়লা জমে বাড়ে ব্রণের প্রকোপ। তবে সঠিকভাবে যত্ন নিলে তেলতেলে ত্বকেরও সুরক্ষা করা সম্ভব।
জেনে নিই তেলতেলে ত্বকের যত্ন নেবার পদ্ধতি : অতিরিক্ত তেল-মসলা দেয়া খাবার না খেয়ে খাদ্য তালিকায় রাখুন তাজা ফল ও শাকসবজি।
ত্বক পরিষ্কার করা, টোনার ব্যবহার ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
তেলতেলে ত্বকে অতিরিক্ত মেকআপ করবেন না।
গ্রিন টি টোনার ব্যবহার করতে পারেন। এটি অতিরিক্ত তেল দূর করবে। ময়েশ্চারাইজার অবশ্যই যেন অয়েল ফ্রি হয়।
মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতে সপ্তাহে একদিন ঘরে তৈরি স্ক্রাবার ব্যবহার করুন।
তৈলাক্ত ত্বকে কিন্তু ব্ল্যাকহেডস জমে বেশি। মুলতানি মাটি, লেবু, কমলার খোসা, শসা, টকদই ইত্যাদি ব্যবহার করতে পারেন ফেসপ্যাক হিসেবে।
ব্লটিং পেপার ছোট ছোট অংশে কেটে গ্রিন টি লিকারে ভিজিয়ে রেখে দিন। তেল বা ঘাম জমলে এটি দিয়ে মুছে নিন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত