স্মরণ সভায় বক্তারা
আবদুল্লাহ আল ছগীর ছিলেন অনুসরণীয় ব্যক্তিত্ব

আবদুল্লাহ আল ছগীর ছিলেন একজন সজ্জন, সর্বজন গ্রহণীয় ব্যক্তিত্ব। উদারতা এবং কর্মনিষ্ঠতা ছিল তাঁর মূল চালিকা শক্তি। যেকারণে ফিরিঙ্গি বাজারের মিরিন্ডা লেন থেকে প্রকাশিত দৈনিক নয়াবাংলা আন্দরকিল্লা হয়ে শহর এবং শহরতলীর মানুষের হাতে হাতে দেখা যেত। আজ সেই রমরমা কিছু চোখে না পড়লেও দৈনিক নয়াবাংলা নিজস্বতা আর আস্থায় অবিচল।

বুধবার (২৯ মার্চ) মোমিন রোডস্থ দৈনিক নয়াবাংলা কার্যালয়ে আবদুল্লাহ আল ছগীরের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিটাগাং সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দিন কাদেরী শওকত।

স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংঘঠনের কেন্দ্রীয় সভাপতি এসএম জামাল উদ্দিন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ সমাজসেবক মুহাম্মদ ইকবাল, মরহুম আবদুল্লাহ আল ছগীরের পুত্র দৈনিক নয়াবাংলা সম্পাদক জেড এম এনায়েত উাল্লাহ হিরু, এম.কে.মোমিন।

উপস্থিত ছিলেন এন. মোহাম্মদ পুতু, মোহাম্মদ নাজিম উদ্দিন, মিলন বড়ুয়া, শ্যামল নাথ, মাওলানা মাহমুদুল হক আনসারী, মরহুমের কনিষ্ঠ পুত্র ব্যাংকার বিএম এহসানুল কাদের, এমএ আক্কাছ, মরহুমের নাতি জগলুল এম. রাফসান, ফজলে গাফ্ফার পলাশ, ফজলে ফাহিম প্রমুখ। আলোচনাশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিক উাল্লাহ খান।

আলোচনায় বক্তারা বলেন, মরহুম আবদুল্লহ আল ছগীর দেশের জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে সংবাদপত্র প্রকাশ করেছিলেন। বিট্রিশ ভারতে খ্যাতনামা ব্যক্তিরা সংবাদপত্র প্রকাশ করেন জনগণের সমস্যা, অভাব, অভিযোগ, দুঃখ-দুর্দশা তুলে ধরার জন্য। আবদুল্লাহ আল ছগীর সেই খ্যাতনামা ব্যক্তিদের অনুসরণীয় সহকর্মী ছিলেন।

দৈনিক নয়াবাংলা সম্পাদক জেডএম এনায়েত উল্লাহ বলেন, আমার পিতা আবদুল্লাহ আল ছগীর চট্টগ্রামের সর্বস্তরের জনগণের কাছে গ্রহণীয় ব্যক্তিত্ব ছিলেন।

এর আগে বাদ আছর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মরহুম আবদুল্লহ আল ছগীরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি হাটহাজারীর গড়দুয়ারায় খতমে কোরআন ও কবর জিয়ারতের আয়োজন করা হয়। এতে দৈনিক নয়াবাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক বিএম মঞ্জুর এলাহী খোকনসহ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন