নৌকার প্রার্থীদের বিজয়ই হোক মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার : এম এ লতিফ

মুজিব শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম.এ লতিফ।

চট্টগ্রাম : ২০০৮সালে আমাকে যেভাবে প্রার্থী দিয়ে জননেত্রী শেখ হাসিনা ভূল করেন নি, ঠিক তেমনি মেয়র পদে মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিমকে প্রার্থী মনোনীত করেও ভূল করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সেই চ্যালেঞ্জ আগমী ২৯মার্চ আওয়ামী লীগ তথা শেখ মুজিবের আদর্শ ও ঐতিহ্যর প্রতীক নৌকাকে বিপুল ভোটে জয়ী করাই হবে মুজিব শতবর্ষ উদযাপনের শ্রেষ্ঠ উপহার।

সোমবার (৯ মার্চ) রাতে নগরীর ইপিজেডস্থ ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মুজিব শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম.এ লতিফ।

আরো পড়ুন : ভোটে নির্বাচিত হলে নগরবাসীকে দেখার দায়িত্ব আমার : রেজাউল
আরো পড়ুন : কাউন্সিলর পদে লাটিম প্রতীক পেলেন দক্ষিণ কাট্টলীর শাহিন

এসময় ৩৯নংদক্ষিণ হালিশহর ওয়ার্ডে সার্বিক উন্নয়নের ধারা অব্যাহেত রাখতে সুমনকে লাটিম মার্কায় ভোট দেয়ার আহবান জানান লতিফ।

ইপিজেড বে-শপিং চত্তরে ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী শফিউল আলমের সঞ্চালনায় প্রস্ততি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য সম্পাদক এম. মাহাবুল হক মিয়া, ইপিজেড থানা আ.লীগ আহবায়ক হাজী হারুন উর রশিদ, এম.এ তাহের। প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর প্রার্থী হাজী জিয়াউল হক সুমন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কমিশনার হাজী মোঃ আসলাম, .লীগ নেতা সেলিম আফজাল, নগর মহিলা .লীগ নেত্রী মিসেস শারমিন ফারুখ সুলতানা, মুক্তিযোদ্ধা এটিএম শামসুল আলম, সিরাজুল হক মানিক।

প্রতীক গ্রহণ করছেন কাউন্সিলর প্রার্থী সুমন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এ.ইউনিট আ. লীগ নেতা জাবের হোসেন, বি.ইউনিট আ.লীগ সভাপতি মো. ইলিয়াছ, সি.ইউনিট আ.লীগ সভাপতি হাজী আব্দুর রউফ, কাউন্সিলর পরিষদ সদস্য মো. মোতাহের হোসেন, লোকমান হাকিম, হাজী ফরিদুল আলম, আ. লীগ নেতা নেছার মিয়া আজিজ, মিজানুর রহমান, ৩৯নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম রেজা, মো. জামাল উদ্দিন, দিদারুল আলম, মনির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের মামুনুজ্জামান মামুন, চন্দ্রাশীষ ভট্টাচার্য্য আশিষ, আনোয়ারুল করিম রুশদী, সাজ্জাদ হোসেন দুলাল, মহিলা নেত্রী নাছিমা আক্তার, রুমনা খানম, নারী শক্তির জুলেখা আক্তার, ছাত্রলীগের আমীর হামজা, জাহিদ হোসেন খোকন, ইকবাল হোসেন নয়ন, জিয়াউল হক জিয়া, শাহাদাৎ হোসেন বুলু, জোবায়ের খলিল দীপু, ইফতেকার হোসেন জিসান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক অভিনেতা আলী নেওয়াজ, আ. লীগ নেতা মো. আনিসুর রহমান আনিস, শ্রমিক লীগের জাহিদ হোসেন, পেশাজীবি লীগের এড. মীর তফাজ্জাল হোসেন তপু এবং যুব মহিলা লীগের আসমানী ঝুমুর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে মুজিব জন্মশতবর্ষ উদযাপনে দেশাত্ববোধক গান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করে শিল্পীবৃন্দ।

শেয়ার করুন