রামুতে পাহাড় কাটার দায়ে দুইজনের ২ বছর সাজা

রামুতে পাহাড় কাটার দায়ে দুইজনের ২ বছর সাজা

নাইক্ষ্যংছড়ি : রামুর দক্ষিণ মিঠাছড়িতে পাহাড় কাটার দায়ে ২ জনকে আটকের পর ২ বছর সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে দক্ষিণ মিঠাছড়ি এলাকায় পাহাড় কাটা অবস্থায় আটক করে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চামকা।

আরো পড়ুন : পাহাড় কাটায় চবি’কে ৯ লাখ টাকা জরিমানা পরিবেশের
আরো পড়ুন : করোনা সন্দেহজনক কেউ নেই চট্টগ্রামে

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানা পুলিশ। তিনি বলেন, আটক সাজাপ্রাপ্তরা হলেন, রামু চেইন্দা কাইম্যার ঘোনার এলাকার আবদুল ওয়াদুদের পুত্র আবদুল হালিম (২৯) ও একই এলাকা বলিপাড়ার মোঃ আলমের পুত্র মোঃ শহিদ (২৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় চাকমা জানান, রামু এলাকায় যেখানে পাহাড় কাটা হবে সেখানে অভিযান চালানো হবে। কোন অপরাধী তার আমলে রামু এলাকায় থাকতে পারবে না বলে তিনি পরিস্কার জানিয়ে দেন।