চট্টগ্রামে বেশি দামে ফেস মাস্ক বিক্রি, ৩ দোকানকে জরিমানা

চট্টগ্রামে বেশি দামে ফেস মাস্ক বিক্রি, ৩ দোকানকে জরিমানা

চট্টগ্রাম : প্রাণঘাতী ভাইরাস করোনার প্রভাবে বাড়তি চাহিদাকে পুঁজি করে বেশি দামে ফেইস মাস্ক বিক্রির অভিযোগে ৩ দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এর মধ্যে আন্দরকিল্লা এলাকায় তাজ সায়েন্টিফিককে ১২ হাজার টাকা, জনৈক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে হাজারী লেনের চিন্ময় ড্রাগ হাউসকে ৫ হাজার টাকা এবং বায়েজিদ থানার বায়েজিদ বোস্তামী সড়কের আলী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যা, সহকারী পরিচালক নাসরিন আক্তার, পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বাজার তদারকিমূলক অভিযানে এসব জরিমানা করেন।

শেয়ার করুন