[caption id="attachment_55122" align="aligncenter" width="995"]
ফাইল ছবি[/caption]
চট্টগ্রাম : সীতাকুণ্ডের পর্যটন এলাকা গুলিয়াখালিতে ভ্রমণে আসা তরুণের চুল কেটে দেওয়ার ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনরে নির্দেশে বুধবার (১১ মার্চ) এক সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির একমাত্র সদস্য চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন।
আরো পড়ুন : দলীয় দুই প্রার্থীর কর্মীদের পাল্টাপাল্টি হামলায় আহত ৫
আরো পড়ুন : ফটিকছড়িতে ভেজাল পণ্যের কারখানা মালিককে ৬ মাসের দন্ড
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, ওই কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের নির্দেশে গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে আসা এক তরুণের চুল কেটে দেওয়া হয়। ঘটনাস্থলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী একব্যক্তি মুঠোফোনে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পরে এই ঘটনায় তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত