কলকাতা-দিল্লি রুটের ফ্লাইট বন্ধ করেছে বাংলাদেশ এয়ারলাইনস

বিমান বাংলাদেশ

ঢাকা : করোনাভাইরাসের মহামারি আকার ধারণ করার কারণে বাংলাদেশ থেকে কলকাতা-দিল্লি রুটের সব ফ্লাইট বন্ধ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। করোনাভাইরাসের মহামারি আকার ধারণ করার কারণে ১৩ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অন্য দেশের মতো বাংলাদেশিদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

অপরদিকে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশের তিনটি বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা, নভোএয়ার ও রিজেন্ট এয়ার।

আরো পড়ুন : সৌম্য ও তার বাবার ৩ বছর জেল হতে পারে
আরো পড়ুন : করোনা বিষয়ে নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বাংলাদেশ থেকে কলকাতায় প্রতিদিন বিমানের দুটি করে ফ্লাইট রয়েছে। আর দিল্লিতে প্রতিদিন একটি করে ফ্লাইট ছিল।

কিন্তু করোনাভাইরাসের কারণে গত কয়েক দিন ধরে ঢাকা-দিল্লি রুটে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট চলছিল।

ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে ১৩ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। ওইদিন সন্ধ্যার পর বিমানের কোনো ফ্লাইট ভারতে যাবে না।

শেয়ার করুন