


চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড থেকে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর নুরুল হুদা চৌধুরী বলেন, বিগত ৩০ বছর ধরে আমি আওয়ামী রাজনীতি করে আসছি। জীবন-যৌবন আওয়ামী লীগের জন্য ত্যাগ করেছি। দলবাজি রাজনীতি না থাকলে, আমাদের মতো ত্যাগীদের মূল্যায়ন হতো।
সোমবার (১৬ মার্চ) সকালের দিকে দক্ষিণ কাট্টলী হোসেন চৌধুরী বাড়ি সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন
তিনি আরও বলেন, বর্তমানে দলবাজি করে হাইব্রিড নেতারা নেতা বনে যাচ্ছেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সাথে তাদের কোন সম্পর্ক নাই ফলে জনগণের চাহিদা ও চাপের মুখে, আমি ১১ নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড থেকে নির্বাচন করছি।
আরো পড়ুন : টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আরো পড়ুন : হালিশহরে ডা.শাহাদাতের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
পারিবারিক জীবনে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ থেকেও কোন প্রকার দলাদলি সন্ত্রাসীদের আশ্রয় বা প্রশ্রয় দেইনি। হয়তো এই নির্বাচনে ওই সকল সুযোগ সুবিধা ভোগীরা আমাকে সমর্থন নাও দিতে পারে, তবে তৃণমূলের সাধারণ মানুষ সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, মেধা সম্পন্ন ব্যক্তিরা আমার পক্ষে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস।যার ফলে উশৃংখল সন্ত্রাসী ছেলেপেলে নিয়ে আমি নির্বাচনীয় প্রচার-প্রচারণা করিনা, আমি সাধারণ মানুষের ডুর টু ডুর নিজের কর্মকাণ্ডের কথা তুলে ধরি।
বাকি জীবনটুকু আমি সমাজের মানুষের সেবা করে যেতে চাই, আমি জানি দক্ষিণ কাট্টলী এলাকার মানুষ খুবই শান্ত প্রিয়, এখানে প্রচুর বাহিরের এলাকার লোক বসবাস করে। তাদের নিরাপত্তার দায়িত্ব আমার কর্তব্য বলে মনে করি, এখানে একটা হাসপাতাল নেই,সেটা আমি করব বলে পরিকল্পনা করেছি,। সাধারণ শ্রমজীবী মানুষের জন্য বিভিন্ন কল্যাণ ফান্ড করব।
বিভিন্ন কল কারখানা শিল্প মালিকদের সাথে আলাপ-আলোচনা করে বেকার নারী পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, অনেকে মনে করেন সিটি কর্পোরেশনের ওয়ার্ড অফিসটি ভুগের,তাদের এই বিশ্বাসটা ফেলে দেওয়ার মতন নয়, বিগত সময় ও দেখেছি এই পদে থেকে অনেকেই সুযোগ-সুবিধা গ্রহণ করেন।
আমি মক্কা মদিনা জিয়ারত করে ওয়াদা করে এসেছি, আল্লাহ আমাকে কাউন্সিলর পদে যদি নির্বাচিত করে আমি ভোগের পরিবর্তে ত্যাগ স্বীকার করে যাব,এই মেসেজটি আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। মিষ্টি ভাষী সদালাপী অসাম্প্রদায়িক, মনোভাবের অধিকারী জনাব নুরুল হুদা বলেন, চলমান নির্বাচনের মুহূর্তে দক্ষিণ কাট্টলী এলাকায় একটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করেন।
ওই কেন্দ্রে প্রশাসনিক নিরাপত্তা দরকার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমের মাধ্যমে ভোট প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
ফলে কোন কেন্দ্র বল প্রয়োগ করে দখল করে সন্ত্রাসীদের মাধ্যমে ভোট নেওয়ার সুযোগ নাই।
তাই আমি জনগণের কাছে আহ্বান জানাব যারা আমাকে ভালবাসেন তারা আমার ঠেলা গাড়ি মার্কায় ২৯ তারিখ একটি ভোট প্রয়োগ করার জন্য অনুরোধ রইল













