

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ আলমগীর এর ব্যাডমিন্টন মার্কার সমর্থনে ফুলছড়ি পাড়ার পুরো এলাকার বাড়ী-বাড়ী জনসংযোগ করেছেন। এসময় তিনি সকল ভোটারের কাছে ভোট প্রার্থনা করেন।
ওয়ার্ড আঃলীগ সদস্য, সমাজসেবী এবং একনিষ্ট আওয়ামী পরিবারের সদস্য হাজী মোহাম্মদ আলমগীর হাসান কোন অবস্থাতেই ভোট কার্যক্রম থেকে সরে দাড়াঁবেন না বলে ঘোষণা দেন।
আরো পড়ুন : বাজারে এলো ২০০ টাকার ব্যাংক নোট
আরো পড়ুন : টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তিনি ওয়ার্ডের ফুলছড়ি পাড়ার বাবর সওদাগর, বাড়ী হাফেজ মোবারক শাহ বাড়ী, সিরাজ মাস্টারের বাড়ী, ওয়াহিদ মাস্টারের বাড়ী,ওয়াল্ডভিশন এরিয়া হয়ে কোণার দোকান পর্যন্ত নিয়মিত গন সংযোগ করেন। এসময় তিনি বলে ন, সুস্থ্য-সুন্দর সৃজনশীল সমাজ বিনির্মাণের জন্য তাকে একটি ভোট দিয়ে জনগণের সেবা করার সযোগ দিতে পতেঙ্গাবাসীর প্রতি অনুরোধ জানান।
পরে বিকেলে তিনি বিজয়নগরে একটি উঠান বৈঠক, কর্মীদের সাথে মতবিনিময় এবং সন্ধ্যায় নারী সমাজের সাথে ইভিএম ভোট প্রদান বিষয়ে বিশেষ সভায় মিলিত হবেন বলে তার নির্বাচনী এজেন্টসূত্রে জানিয়েছেন। গণসংযোগকালে তার সাথে-আঃলীগ নেতা জোনাব আলী, পতেঙ্গা থানা শ্রমিকলীগ সভাপতি মোঃ আলী,আঃলীগ নেতা ছালেহ আহম্মদ,হাজী নুরুল আলম,মোঃ হোসেন, মোঃ মুসা,মোঃ ইলিয়াছ, শ্রমিক লীগের মোজাম্মেল, মুরব্বী সমাজের কামাল উদ্দিন, ইব্রাহিম , আব্দুস সালাম, আব্দুল মান্নান, যুবলীগের সাবেক সভাপতি মোস্থফা কামাল, সাঃসম্পাদক-শেখ মুজিবুর রহমান,আব্দুল্লাহ আল মামুন,নেজাম,সালাউদ্দিন,ছাত্রলীগের কামরুল হাসান সোহেল, স্বেচ্ছাসেবকলীগের আক্রাম, বঙ্গবন্ধু স্মৃতির নিজাম উদ্দিন ও ছালাউদ্দিন সহ মহিলা আঃলীগ, নারীশক্তির নেতৃবৃন্দ এবং এলাকার স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













