
এমার্জিং টিমস্ এশিয়া কাপ বাংলাদেশ ২০১৭ এর আজ (৩০ মার্চ) শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়ার মধ্যকার খেলায় বিজয়ী শ্রীলঙ্কা দলকে উইনিং বোনাস পুরস্কার দেন সিজেকেএস নির্বাহী সদস্য জাহেদুল ইসলাম।
আজকের খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ হওয়া শ্রীলঙ্কার সাদিরা সামারা বিক্রমাকে পুরস্কার প্রদান করেন সিজেকেএস এর সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার।
এ সময় সাবেক ক্রিকেটার ও সিজেকেএস এর নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, ম্যাচ রেফারী এএসএম রকিবুল হাসান উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন সিজেকেএস কাউন্সিলর শাহবাজ মুনতাসির চৌধুরী।