সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

সীতাকুণ্ড প্রেসক্লাবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

চট্টগ্রাম : স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করেছে সীতাকুণ্ড প্রেসক্লাব।

মঙ্গলবার (১৭ মার্চ) বিশেষ এই দিনটি উপলক্ষে সীতাকুণ্ড প্রেস ক্লাব বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভা।

আরো পড়ুন : লেবুর খোসাও স্বাস্থ্যের জন্য উপকারী
আরো পড়ুন : করোনা আতংক : ৮৫ হাজার বন্দিকে মুক্তি দিল ইরান

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা, মীতাকুণ্ড সমিতির সিনিয়র সহ সভাপতি ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায় দোকান মালিক মমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, এম হেদায়েত।

সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শ ও বর্নাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন