হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম : মিরসরাইয়ে আমেরিকা থেকে আসা এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থাকায় ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

আরো পড়ুন : শক্ত থাকেন, সচেতন হোন : প্রধানমন্ত্রী
আরো পড়ুন : কোয়ারেন্টাইন পরিচালনার দায়িত্বে সেনাবাহিনী

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে গত ৫ দিন পূর্বে আসা এক
আমেরিকান প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মেনে বাজারে আসায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সময় ওই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। উপজেলার সকল পর্যটন ও দর্শনীয় স্থান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে মাছে রং মেশানো অপরাধে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বারইয়ারহাট পৌরসভার মাছ বাজারে মোঃ সবুজ, মোঃ কাওছার ও আইন উদ্দিন নামে তিন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।