করোনায় হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সিএমপির

করোনায় হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সিএমপির

চট্টগ্রাম : বিশ্বব্যাপী ছড়িয়ে পরা মরণব্যাধি করোনার প্রাদুর্ভাবে সরকারের চলমান ছুটিতে কর্মহীন ও হত দরিদ্র দিন মুজুর অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১ টার দিকে নগরীর দাম পাডা পুলিশ লাইন্স জনক চত্বরে এ কার্য্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমান।

আরো পড়ুন : জনসমাগম এড়িয়ে ঘরে অবস্থান নেওয়ার আহ্বান নওফেলের
আরো পড়ুন : করোনা প্রতিরোধে মিরসরাইয়ে সামাজিক দুরত্ব মানছে না

এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর আয়োজনে নগরীতে করোনার প্রাদুর্ভাবে দরিদ্র ১ হাজার ৫শ পরিবারের মাঝে খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি এর আহ্বায়ক মো. আব্দুল মালেক, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন