
চট্টগ্রাম : দেশের নভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকাতে দক্ষিণ জেলা ছাত্রলীগের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নস্থ হাজিগাঁও এলাকায় এ কর্মসূচির দিকনির্দেশনা দেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
এসময় নোভেল করোনা ভাইরাস জীবাণু প্রতিরোধে মুদির দোকান, ওষুধের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানের সামনে লাল রং দিয়ে নিরাপদ দূরত্ব চিহ্নিতকরণ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মো রকিব হাসান রকি, জিয়াউল হক জিবলু, ইমন শীল, তাজুল ইসলাম, জামশেদুল ইসলাম চৌধুরী, সাজ্জাদ হোসেন, পুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী, আলাউদ্দীন আলী, হাজিগাঁও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল, সোহান উদ্দীন, আকিবুল ইসলাম ফাহিম, তারেকুল ইসলাম, তুষার ইমরান, জিনান, সাকিব, আকিব, তপন দাশ, জয় দাশ, জিকুশীলসহ প্রমুখ।