সিএমপিকে পিপিই দিল এএনএফএল প্রপাটিজ

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোঃ মাহাবুবর রহমানের কাছে পিপিই হস্তান্তর করছেন এএনএফএল’র ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিমের পক্ষে সাংবাদিক নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোঃ মাহাবুবর রহমানের কাছে পিপিই হস্তান্তর করছেন এএনএফএল’র ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিমের পক্ষে সাংবাদিক নেতৃবৃন্দ।

চট্টগ্রাম : করোনা ভাইরাস মোকাবেলায় দায়িত্বপালন করতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সদস্যদের জন্য ১৫০টি ব্যক্তিগত সুরক্ষা পোশাক-পিপিই দিয়েছেন এএনএফএল প্রপাটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিম।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমানের হাতে এসব পিপিই তুলে দেয়া হয়। এ সময় উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমীর জাফর, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মঞ্জু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ ও টিভি জার্নালিষ্ট এসাসিয়েশন চট্টগ্রাম’র সভাপতি নাসির উদ্দিন তোতা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : বান্দরবানে অসহায়দের মাঝে খাবার সরবরাহ সেনাবাহিনীর
আরো পড়ুন : ইতালির পর এবার লাশের মিছিল যুক্তরাষ্ট্রে

এসময় সিএমপি কমিশনার মোঃ মাহবুবুর রহমান বলেন, সমাজের সব পেশা-শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টায় করোনা ভাইরাসের প্রভাব আমাদের মোকাবেলা করতে হবে।এই সম্মিলিত উদ্যেগের মাধ্যমে সফলতা আসবে বলে আশা করেন তিনি।

শেয়ার করুন