‘জঙ্গিদের পুনর্বাসনের উদ্যোগ হিতে বিপরীত হতে পারে’

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ সংগঠন মোর্চা মনে করে না সরকারি পর্যায়ে জঙ্গিদের পুনর্বাসনের নামে নেয়া উদ্যোগ সঠিক। কারণ, এইসব জঙ্গি মানসিক ও শারীরিকভাবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের এই আত্মসমর্পণ সম্পূর্ণভাবে প্রতারণামূলক। এই আত্মসমর্পণে সরকার মনে মনে আত্মতৃপ্তি লাভ করতে পারে, কিন্তু এতে হিতে বিপরীত হওয়ার আশংকা রয়েছে। এজন্য আত্মসমর্পণকারী জঙ্গিদের সার্বক্ষণিক নজরদারির আওতায় আনাসহ ১৪ দফা প্রস্তাব তুলে ধরা হয়।

শুক্রবার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে দেয়া প্রস্তাবে বলা হয়, সরকার দলীয় সংসদ সদস্য ও স্থানীয় নেতৃত্ব এবং সরকারি দলের অঙ্গসংগঠনসূমহে যেভাবে জামায়াত-শিবির ও বিএনপিকে অর্থের বিনিময়ে জায়গা করে দেয়া হচ্ছে তা এক মহা সংকটের ইঙ্গিতবাহী। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক স্বয়ং এই হাইব্রিডদের ব্যাপারে একাধিকবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যা ভয়াবহ অবস্থাকে তুলে ধরে মাত্র। এর বিরুদ্ধে স্থানীয়ভাবে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও ওইসব দল অভ্যন্তরে বাঙালিত্ব ও মুক্তিযুদ্ধের আদর্শ চর্চা একান্ত অপরিহার্য। এছাড়া সভায় একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ; সকল বধ্যভূমি চি‎হ্নিত, সংরক্ষণ এবং ওই বধ্যভূমিতে শহীদের নাম ফলক স্থাপন; জামায়াত ও শিবিরকে নিষিদ্ধকরণ; পাঠ্যপস্তুকে মুক্তিযুদ্ধের এবং বাংলা ও বাঙালির ইতিহাস-সংস্কৃতি-সভ্যতা-ভাষার সঠিক প্রতিফলন নিশ্চিতকরণ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়ীকিকরণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহন; ইউনিয়ন পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন বাধ্যতামূলক এবং জঙ্গি উত্থানের বিপরীতে দেশের সকল স্থানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক উদ্ধুদ্ধকরণ কর্মসূচি গ্রহণের প্রস্তাব তুলে ধরে হয়।

শেয়ার করুন