সূর্য সন্তান আলিম উল্লাকে শেষ বিদায় জানাতে চলছে রাষ্ট্রীয় মর্যাদার প্রম্তুতি

সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লা ভূইয়া

সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ ভুইয়া(৭১) আজ সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের ছোট ভাই সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিক জানান, হঠাৎ শ্বাসকষ্ট,বুকে ব্যাথা অনুভূত হলে তাকে প্রথমে বিআইটিআইডিতে নিয়ে যাওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আইসোলেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার ৭ এপ্রিল নামাজে জানাযা শেষে মরহুমের  নিজ গ্রাম সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রামে তাকে দাফন করা হবে বলে জানান মানিক।

এদিকে দেশের এই সূর্য সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে সকল প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। সামাজিক দূরত্ব বজায় রেখেই এই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হবে।

এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড সার্কেল এএসপি শম্পা রানী সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, জেলা পরিষদের সদস্য আ. ম. ম দিলসাদ, পৌর মেয়র মুক্তিযুদ্ধা বদিউল আলম, ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, পৌর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

শেয়ার করুন