যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলিম উল্লাহকে শেষ বিদায়

মরহুম বীর মুক্তিযোদ্ধা আলিম উল্লাহ এর কফিনকে জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয়।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পূর্বে বীর মুক্তিযোদ্ধা আলিম উল্লাহ এর কফিনকে জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয়।

চট্টগ্রাম : নিজ জন্মস্থান সীতাকুণ্ডের বরশত নগর গ্রামে বাবার পাশেই চির শায়িত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আলিম উল্লাহ ভূইয়া। যথাযথ রাষ্ট্রীয় মার্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে দেশের এই সূর্য সন্তানকে।

সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদাণ করে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাদ জোহর নিজ এলাকা উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রাম জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : কাদেরকে বাসা থেকে বের হতে মানা প্রধানমন্ত্রীর
আরো পড়ুন : জাপানে মাসব্যাপী জরুরি অবস্থা জারি

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন রায়, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী,মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, উপজেলা ডেপুটি কমান্ডার, জেলা ও উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

শেষে কফিনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

উল্লেখ্য, মরহুম আলিম উল্লাহ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।মরহুমের ছোট ভাই লায়ন নাছির উদ্দিন মানিক সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাধারণ সম্পাদক।

নয়াবাংলা/এইচ মোল্লা

শেয়ার করুন