বিসিক গোডাউনে সরকারি চালকান্ডে দুইজন আটক চট্টগ্রামে

বিসিক গোডাউনে সরকারি চালকান্ডে দুই কর্মচারী আটক

চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানার দক্ষিণ পাহাড়তলীর ঝর্ণাপড়া বিসিক গোডাউন থেকে বিক্রয় নিষিদ্ধ ২১ বস্তা সরকারী চাল ও ১৫শ খালি বস্তা উদ্ধারের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাত ১টার দিকে ফারুক ট্রেডিংয়ের ভাড়া গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন আরাফাত মোস্তফা (২৭) ও মোঃ আব্দুল আজিজ(২২)। এসময় ওই গোডাউন থেকে ২১ বস্তা সরকারি চাল এবং ১৫শ সরকারি চালের খালি বস্তা ছাড়াও ৪টি ওজন মাপার ডিজিটাল মেশিন, বস্তা সেলানোর ১০ বান্ডেল সুতা, ৩টি বস্তা সেলানোর মেশিন, ৯ হাজার ২শ প্লাস্টিকের খালি বস্তা এবং ৫শ পিস চটের খালি বস্তা উদ্ধার করা হয়।

আরো পড়ুন : চট্টগ্রামে রিপন হত্যা মামলার আরো দুই আসামী গ্রেফতার
আরো পড়ুন : করোনা থেকে বাঁচতে অ্যালকোহল পান, ৬ শতাধিক মৃত্যু ইরানে

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিসিক গোডাউনের ভাড়াটিয়া ফারুক ট্রেডিং এর মালিক ওমর ফারুক। তাকে পাওয়া না গেলেও তার দুই কর্মচারীকে আটক করা হয়েছে। এছাড়াও ৪টি ওজন মাপার ডিজিটাল মেশিন, বস্তা সেলানোর ১০ বান্ডেল সুতা, ৩টি বস্তা সেলানোর মেশিন, ৯ হাজার ২শ প্লাস্টিকের খালি বস্তা এবং ৫শ পিস চটের খালি বস্তা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন