লকডাউন কক্সবাজার

লকডাউন

কক্সবাজার: বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বুধবার (৮ এপ্রিল) বিকেলে এ লকডাউন ঘোষণা করেন।

আরো পড়ুন : বিসিক গোডাউনে সরকারি চালকান্ডে দুইজন আটক চট্টগ্রামে
আরো পড়ুন : চট্টগ্রামে ব্যাংক এশিয়ার শাখা লকডাউন, ১৫ কর্মী কোয়ারেনটাইনে

সূত্র মতে, এখন থেকে কোন লোক কক্সবাজারে প্রবেশ করতে ও বাহির হতে পারবেন না। এ জন্য আজ থেকে সড়ক, নৌ ও আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এ আদেশ অমান্য করলে কেউ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

কক্সবাজার জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কেউ নেই বলে দাবি করেন জেলা সিভিল সার্জন মাহবুবুর রহমান। মঙ্গলবার বিকেল পর্যন্ত কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। ১ এপ্রিল থেকে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।