[caption id="attachment_56026" align="aligncenter" width="459"]
চট্টগ্রাম[/caption]
চট্টগ্রাম: পটিয়ায় করোনা শনাক্ত হওয়া ৬ বছরের শিশুটি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দিবাগতরাত আড়াইটার দিকে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ।
তিনি বলেন, গতকাল করোনা শনাক্তের পর রাতে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তি করানোর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়। নিয়ম অনুযায়ী শিশুটির মরদেহ দাফনের ব্যবস্থা চলছে।
এর আগে গতকালের নমুনা পরীক্ষায় শিশুটির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শিশুটির বাড়ি পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত