করোনা ভাইরাসে ট্রাম্পের বন্ধুর মৃত্যু

স্ট্যানলি চেরা

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নিউ ইয়র্ক শহরের বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু স্ট্যানলি চেরা।

রোববার (১২ এপ্রিল) সাংবাদিক ইয়াশর আলী প্রথম চেরার মৃত্যুর খবরটি জানান। তারপর চেরার এক ঘনিষ্ঠজন তার মৃত্যু হয়েছে বলে সিএনএনকে নিশ্চিত করেন।

রিপাবলিকান পার্টির এই ডোনারের বয়স প্রায় ৮০ বছরের কাছাকাছি ছিল বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী, ট্রাম্পের প্রেসিডেন্সির প্রতি সমর্থন দেয়ার জন্য নিয়োজিত সংস্থাগুলোকে দেয়ার জন্য ডোনাল্ড জে ট্রাম্পকে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার লাখ দুই হাজার ৮০০ মার্কিন ডলার দিয়েছিলেন চেরা।

তিনি গত নভেম্বরে নিউ ইয়র্ক সিটি ভেটেরান’স ডে প্যারেডে ট্রাম্পকে ‘আমার ঘনিষ্ঠ বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন।

২০১৯ সালে মিশিগানের গ্রান্ড র‌্যাপিডসের এক সমাবেশে ট্রাম্প চেরাকে ‘বিশ্বের অন্যতম বৃহত্তম নির্মাতা ও রিয়েল এস্টেট ব্যক্তিত্ব’ বলে পরিচয় করে দিয়েছিলেন। চেরা তার সঙ্গে প্রথম থেকে আছেন বলেও এ সময় জানিয়েছিলেন তিনি।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত চেরাকে ২৪ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চেরার পরিবারও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বন্ধুত্ব বা তার মৃত্যু নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেনি।

শেয়ার করুন