স্পেনে লকডাউন শিথিলের পর বেড়ে গেল আক্রান্তের সংখ্যা

লকডাউন শিথিলের পর স্পেনে একটি সুপারশপে ঢোকার অপেক্ষায় ক্রেতারা। ছবি: রয়টার্স

নভেল করোনাভাইরাসে ইউরোপের বিপর্যস্ত দেশ স্পেন আক্রান্ত ‍ও মৃত্যুর সংখ্যা কমে আসায় শিথিল করেছিল লকডাউন, এর একদিন বাদেই আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন এক মাসের বেশি সময় পর সোমবার শিথিল করে স্পেন। অবকাঠামো শিল্প ও কারখানাগুলো সচল করা হয় এই উদ্যোগে।

এরপর বুধবারের দেওয়া তথ্য অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় স্পেনে নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১০০ জন বেড়েছে বলে জানিয়ে বিবিসি বলছে, গত এক পাঁচ দিনে স্পেনে এক দিনে এত রোগী আর ধরা পড়েনি।

নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেখে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে বক্তৃতায় হতাশ কণ্ঠে বলেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখছি না।

পরিস্থিতির উন্নতি দেখে ইউরোপের বিভিন্ন দেশ লকডাউন শিথিলের দিকে এগোলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহেই হুঁশিয়ারি দিয়েছিল, সংক্রমণ ও মৃত্যুর হারে সামান্য অবনমন দেখে কোনো দেশ যদি আগেভাগে বিধিনিষেধ তুলে নেয়, তাহলে ভাইরাসটির আরও ভয়ংকর প্রত্যাবর্তন ঘটতে পারে।

নতুন আক্রান্তের সংখ্যা বাড়লেও ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে স্পেনে। এদিন ৫২৩ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটেছে দেশটিতে।

করোনাভাইরাসে স্পেনে এই পর্যন্ত ১৮ হাজার ৫৭৯ জনের মৃত্যু ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইতালির পর এটাই সর্বোচ্চ সংখ্যা।

আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে স্পেন; দেশটিতে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমণ ঘটেছে।