করোনা ঠেকাতে চট্টগ্রামের ফইল্ল্যাতলী বাজার ব্যবসায়ীদের নানা উদ্যোগ

করোনা ঠেকাতে চট্টগ্রামের ফইল্ল্যাতলী বাজার ব্যবসায়ীদের নানা উদ্যোগ

চট্টগ্রাম : নগরীর হালিশহর এলাকার ফইল্ল্যাতলী বাজারে করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতামূলক বিভিন্ন কার্য্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে বাজার পরিচালনা কমিটি।

বুধবার (১৫ এপ্রিল) সকালের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় জনসমাগম অধ্যুষিত এ বাজারে প্রতিদিন হাজারও মানুষের সমাগম হয় নিত্যপণ্য কেনাকেটা করতে। তবে বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগের ফলে জনসাধারণের সামাজিক দুরত্ব বাজায় রেখে কেনাকেটা করছে। ব্যবসায়ীরা বাঁশ দিয়ে বাজারে প্রবেশ ও বাহির হওয়ার জন্য রশি বেধে দেওয়া হয়েছে।

আরো পড়ুন : বাঙ্গালী কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা এম ইউসুফ আলম আর নেই
আরো পড়ুন : বিআইটিআইডিতে করোনা ভাইরাস শনাক্তের কিট সংকট

এসময় বজার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক ওষুধ ব্যবসায়ী দিদারুল আলম দৈনিক নয়াবাংলাকে বলেন, আমাদের বাজারে লোক সমাগম খুব বেশি হয়। তাই সরকারের নির্দেশ মতে আইনশৃঙ্খলা বাহিণীর নির্দেশে হালিশহর থানার পুলিশের সহযোগিতায় করোনা ঠেকাতে এবং দুরত্ব বাজায় রেখে কেনাকেটা করার পরামর্শে আমরা এ কার্য্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, আমারা জনগণকে সচেতনতা করতে মাইক দিয়ে বলে দিচ্ছি কেউ যেন ভিড় না করে। আমরা বাজার কমিটির সভাপতি ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসলাম হোসেন সওদাগর, সাধারণ সম্পাদক মো. জসিমসহ আমরা সবাই এ উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি ভালো ফল পাওয়া যাবে।

শেয়ার করুন