চাঁদা না পেয়ে মধ্যরাতে বসতঘরে দুবৃত্তের হামলা, মারধর

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার আরেফিন নগরে বিশ্বকবরস্থান এলাকায় এক পরিবারের কাছে দাবী করা চাঁদ না পেয়ে মধ্যরাতে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর এবং লুটপাট করেছে ১০/১২ জনের একদল দুবৃত্তরা। এসময় ঘরে ভাংচুর করা হয়। লুটপাটের চেষ্টা করে।

শুক্রবার রাত আনুমানিক তিনটায় এ ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষণিক বায়েজিদ থানাকে জানালে পুলিশের একটি বিশেষ টীম ঘটনাস্থলে পৌঁছুলে দুবৃত্তরা পালিয়ে যায়। এসময় গৃহকর্তা মাঈনুল ইসলাম এক সন্ত্রাসীকে চিনতে পারেন। তার নাম মিজান। সে দীর্ঘদিন ধরে মাঈনুলের কাছে চাঁদা দাবী করে আসছিল।

ভুক্তভোগী মাঈনুল ইসলাম বলেন-‘শুক্রবার রাত তখন আনুমানিক তিনটা। মিজান নামের এক দুবৃত্তের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী দুবৃত্ত জোরপূর্বক আমার ঘরে ঢুকে হামলা করে। এতে আমি আমার স্ত্রী আহত হই। থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমরা চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছি।’ তিনি বলেন-‘ঘটনার সময় পাশ্ববর্তী জসিম নামের এক লোক এগিয়ে না আসলে আমাদেরকে সন্ত্রাসীরা মেরে ফেলত। ঘরে লুটপাটের চেষ্টা করলেও প্রতিবেশি জসিম সন্ত্রাসীদের প্রতিহত করেন।’

পাশ্ববর্তী বাসিন্দা মো. জসিম জানান, হামলার শিকার পরিবারের লোকজনের চিৎকার শুনে সে এগিয়ে আসেন। প্রতিহত করেন সন্ত্রাসীদের। তিনি বলেন-গভীর রাতের ঘটনা। তার পরও বলতে পারেন ঘটনার সময় আমি বিবেকের তারনায় সন্ত্রাসীদের হাত থেকে পরিবারটিকে রক্ষার চেষ্টা করি।’ তবে ক্ষোভ প্রকাশ করে জসিম বলেন-‘মিজানের নেতৃত্বের বহিরাগত একদল সন্ত্রাসী এসে এলাকার মানুষের উপর হামলা করেছে। এতে প্রাণনাশের মতো ঘটনা ঘটতে পারতো। আমরা এলাকাবাসী দায়-দায়িত্ব এড়াতে পারিনা। আমি থানা পুলিশকেও একই কথা বলবো।’

শেয়ার করুন