পরীক্ষামূলক সম্প্রচার শুরু করছে অনলাইন টেলিভিশিন “সিএইচটি লাইভ”

রবিবার (২ এপ্রিল) থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করছে অনলাইন টেলিভিশিন “সিএইচটি লাইভ ডট টিভি”। এটি পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক প্রথম এবং একমাত্র অনলাইন টেলিভিশন। পার্বত্য চট্টগ্রামকে প্রাধ্যন্য দিয়ে এ অনলাইন গণমাধ্যমটি চলিত বছরের জানুয়ারীতে কার্যক্রম শুরু করলেও রবিবার থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করছে। আগামী জুনের মধ্যেই এ অনলাইন টেলিভিশনটি তার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করবে বলে জানান কর্তৃপক্ষ।

প্রস্তুতিমূলক সময়ে এ অনলাইন গণমাধ্যমটি এলেক্সা র‌্যাংকিং এ পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক গণমাধ্যমগুলোর মধ্যে ২য় স্থানে অবস্থান করছে।

এই অনলাইন টেলিভিশনে স্যাটেলাইট চ্যানেলগুলোর মতোই ২৪ ঘণ্টা বিভিন্ন অনুষ্ঠান, নিয়মিত সংবাদ বুলেটিন, সংবাদভিত্তিক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান ও বিভিন্ন বিষয়ে টক শো-র আয়োজনও থাকবে। লাইভ অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি লাইভ টক শো-ও প্রচার করা হবে। গণমাধ্যমটির অগ্রযাত্রায় পার্বত্যবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন