[caption id="attachment_56635" align="aligncenter" width="684"]
সমাজসেবক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনক[/caption]
চট্টগ্রাম: করোনাভাইরাসের এমন দূর্যোগময় পরিস্থিতিতে অভুক্ত ও অসহায় মানুষের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন তরুণ সিএন্ডএফ ব্যবসায়ী, মিরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য ও সমাজসেবক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনক। চাল, ডাল, তেল, ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে এই দুর্যোগের মধ্যেই হাসি ফোটাচ্ছেন হতদরিদ্রদের মুখে।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বুধবার (২২ এপ্রিল) ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার গরীব অসহায়দের মাঝে ২শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনক বলেন, সারাবিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া এলাকার নিম্নবিত্ত ও হতদরিদ্র পরিবারগুলো খুব কষ্টে দিনযাপন করছে। মানবিক কারণে পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী দিয়েছি। এলাকার সকল বিত্তবান মানুষ ও প্রতিষ্ঠানকে এই দুর্যোগে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত