নাইক্ষ্যংছড়িতে ঢাকা ফেরত একজনসহ ৫ জনের করোনা নেগেটিভ

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকায় ঢাকা ফেরত রুহুল আমিনসহ সন্দেহভাজন ৫ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য কমপ্লেক্স নাইক্ষ্যংছড়ি। এই নমুনা পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ৫ জনেরই নেগেটিভ এসেছে।

বুধবার (২২ এপ্রিল) সাড়ে ৫টায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু জাফর মো. ছলিম।

তিনি বলেন, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা ফেরত রোহুল আমিনসহ পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনাগুলো কক্সবাজার মেডিকেল হাসপাতালের রোনা সংক্রান্ত পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়েছিল। তবে পাঠানো ৫ জনের নমুনায় সবারই নেগেটিভ রিপোর্ট আসছে বলে জানান তিনি।

এই যাবৎ মোট ৮৫ জনের নমুনা সংগ্রহ হয়েছে। তার মধ্যে একজন করোনা পজেটিভ আইসোলেশনে রয়েছেন। তবে রোগীর কোন উপসর্গ নেই বলে জানা যায়। আইসোলেশনে ভালো আছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানান।

পুরো উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন বলবৎ রয়েছে।