লামায় প্রথম এক নারীর শরীরে করোনা শনাক্ত

করোনা

বান্দরবান: লামা উপজেলায় প্রথমবারের মত এক নারীর (৪৫) শরীরের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক। তিনি জানান, গত ১৬ এপ্রিল ওই নারী ও তার স্বামীসহ আপশাপাশের ১৪ জনের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে পাওয়া তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ এসেছে। বাকী ১৩ জনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

কিন্তু আক্রান্ত নারীর শরীরে কোন উপসর্গ দেখা যাচ্ছেনা। বর্তমানে তিনি সুস্থ আছেন। এক সপ্তাহ পর পরীক্ষার জন্য আবারো তার নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি তার আশপাশে সংস্পর্শে যারা আছেন তাদেরও নমুনা সংগ্রহ করা হবে।

আক্রান্ত নারী লামা সদর ইউনিয়নের মেরাখোলা গ্রামের পশ্চিম মুসলিম পাড়ার বাসিন্দা মো. জামাল উদ্দিনের স্ত্রী।

খবর পেয়ে রাতেই করোনা আক্রান্ত নারীর বাড়িতে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমন এড়াতে মেরাখোলা মুসলিম পাড়া ও আশপাশের এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।