বান্দরবান সদর হাসপাতালের ৩ ডাক্তারসহ ১৩ নার্স কোয়ারান্টিনে

বান্দরবান সদর হাসপাতাল

বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানে ৩ জনের করোনা শনাক্ত হওয়ার পর রোগীর চিকিৎসা ও সেবা দেওয়া ৩ ডাক্তার ও ১৩ নার্সকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। এছাড়া বান্দরবান সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে।

বান্দরবান সির্ভিল সার্জন অংশৈপ্রু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন বলেন, করোনা রোগীর আশে-পাশে থাকা সবার করোনা সেম্পল নেওয়া হয়েছে। আজই তা টেষ্টের জন্য পাঠানো হবে।

উল্লেখ্য, বান্দরবানে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে দুজন থানচি ও একজন লামা উপজেলার বাসিন্দা। থানচির দুই রোগীই পুরুষ এবং তাদের বয়স ৩৫। অন্যদিকে লামার রোগী ৩২ বছর বয়সী এক নারী।

ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে গত ২৪ ঘন্টার পরীক্ষার ফলাফলে এই তথ্য জানানো হয়।