[caption id="attachment_56713" align="aligncenter" width="512"]
জবাইয়ের আগেপ্রিয় ষাড়টি ধরে কান্না করছেন যুবলীগ নেতা।[/caption]
বৈশ্বিক করোনা মহামারীতে এবার গরুর গোশত বিতরণ করে ফেসবুকে সাড়া ফেলে দিয়েছেন, এক আওয়ামী যুবলীগ নেতা।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের মিজানুর রহমান মারুফ তার দীর্ঘদিনের পালিত একটি ষাঢ় জবাই করে গোশত বিতরণ করেন।
[caption id="attachment_56714" align="aligncenter" width="720"]
বিতরণের জন্য প্যাকেট করা হচ্ছে গরুর গোশত।[/caption]
সূত্র জানায়, বিশাল আকৃতির ষাঢ়টি লালন পালন করেছে নিজের হাতে। ২৪০ কেজির ওজনের গরু। এই মহামারীতে প্রথম রমজানে গ্রামের কর্মহীন মানুষ একটু গরুর গোশত দিয়ে সেহরী খাবে তাই এই গরুটা বৃহস্পতিবার রাতে জবাই করে দেন।
জবাই করার আগ মুহূর্তে গরুটিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা কাঞ্চনার কৃতি সন্তান মিজানুর রহমান মারুফ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত