১০ টাকা কেজির চাল পাচার, আ’লীগ নেতা গ্রেফতার

সরকারি বরাদ্দ ১০ টাকা কেজির দরের চাল কালোবাজারে পাচারের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) দুপুরে শাহজাদপুর উপজেলার সোনাতুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।

কালোবাজারে ১০ টাকা কেজির দরের চাল পাচারের অভিযোগে আয়েজ উদ্দিন, তার ভাই চাল বিক্রির ডিলার মজিবুর রহমান এবং গ্রাম ডাক্তার আবদুল কাদেরকে আসামি করে বৃহস্পতিবার রাতে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ইয়াছিন আলী।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আয়েজ উদ্দিন দলীয় প্রভাব খাটিয়ে তার ভাই মজিবুর রহমানের নামে ১০ টাকা কেজি দরের চালের ডিলারশিপ নিয়ে নিজেই ব্যবসা করে আসছিলেন।

বৃহস্পতিবার ১০ টাকা কেজি দরের ২৩ বস্তা চাল কালোবাজারে পাচারের বিষয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

এদিন রাতে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ হাসিব সরকারের নেতৃত্বে শাহজাদপুর থানার এসআই ফারুক আজম ও এএসআই আমজাদ হোসেনসহ একদল পুলিশ যমুনা নদীর দুর্গম চারাঞ্চলের শ্রীপুর বাজারের গ্রাম্য ডাক্তার আবদুল কাদেরের ওষুধের দোকান থেকে সাত বস্তা এবং কুরসী-ধীতপুর বাজার এলাকা থেকে ১৬ বস্তা ১০ টাকা কেজি দরের চাল জব্দ করে।

এই মামলায় আয়েজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে শাহজাদপুর থানা পুলিশ নিশ্চিত করেছে। বাকি দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

শেয়ার করুন