কক্সবাজারে আরও ৬ জনের করোনা শনাক্ত

করোনা

কক্সবাজার: কক্সবাজারে নতুন করে আরও ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন কক্সবাজারের ও একজন বান্দরবানের।

সোমবার (২৭ এপ্রিল) কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের করোনা ভাইয়ারস পজিটিভ পাওয়া যায়। বাকি ১১৬ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বলেন, আক্রান্তদের মধ্যে রামু উপজেলার একজন, উখিয়ার দুইজন, মহেশখালীর একজন, চকরিয়ার একজন ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির একজন রয়েছে। এ নিয়ে কক্সবাজারে মোট ২০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হলো।

আরো পড়ুন : ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল আসছে বাংলাদেশের দিকে!

জানা গেছে, সোমবার পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০। তাদের মধ্যে মহেশখালীতে নয়জন, টেকনাফে চারজন, সদর উপজেলায় দুইজন এবং চকরিয়াতে দুইজন, রামুতে দুইজন, উখিয়াতে একজন রয়েছেন।

শেয়ার করুন