[caption id="attachment_56812" align="aligncenter" width="1813"]
প্রতীকী ছবি[/caption]
ঢাকায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে আইইডিসিআর পুলিশকে জানিয়েছে, ওই কনস্টেবলের নমুনায় করোনা পাওয়া গেছে। মারা যাওয়া ওই কনস্টেবলর নাম জসিম উদ্দিন(৪০)। বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা।
ঢাকা মহানগর পুলিশের পদস্থ এক কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এই প্রথম কোনো পুলিশ সদস্যদের করোনায় মৃত্যু হলো।
আরো পড়ুন : এশিয়ার দীর্ঘ মানব জিন্নাত আলী চির নিদ্রায় শায়িত
আরো পড়ুন : দেশের কোন কোন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
নিহত জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারি ফাঁড়িতে দায়িত্বরত থাকার সময় তিনি করোনায় সংক্রমিত হন। তাঁর সঙ্গে আরও একজন সদস্য সংক্রমিত হলেও ওই পুলিশ সদস্যের শারীরিক অবস্থা এখন ভালোর দিকে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত