[caption id="attachment_56855" align="aligncenter" width="670"]
করোনা উপসর্গে নিহত পলাশ[/caption]
চট্টগ্রাম : নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর মহাশ্মশান সংলগ্ন এলাকায় পলাশ (৩৬) নামের এক ওষুধ ব্যবসায়ী করোনা ( কোভিট-১৯) উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন।
বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে ফোজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃৃৃত্যু হয়।
আরো পড়ুন : চট্টগ্রামে আরও ৪ জনের শরীরে করোনা পজেটিভ
আরো পড়ুন : গাজীপুরে ৪ হত্যা: আরও ৫ জন আটক
মৃত পলাশ জেলার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের নারায়ন চৌধুরীর এক মাত্র ছেলে। সে পরিবারের সাথে জেলে পাড়া অমুল্য দাশের বাডির পাসে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এবিষয়ে তার শ্বশুড় শুনিল দৈনিক নয়াবাংলাকে বলেন, তিনি বিগত ১৭ দিন যাবত সর্দী, কাশি, জ্বরে ভুগছিলেন। পরে বুধবার (২৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে তারা ফোজদারহাটে বিআইটিআইডি-তে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে পলাশ মারা যায়। এর আগে বিকাল ৩টার দিকে বিআইটিআইডি'র চিকিৎসকরা রোগীর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে। যা পরীক্ষার পর জানা যাবে তিনি করোনা জীবাণু বহন করছিলেন কিনা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত