[caption id="attachment_56905" align="aligncenter" width="576"]
আদা[/caption]
চট্টগ্রাম: রমজানের কদিন আগে পাইকারি বাজারে আদা বিক্রি হয়েছিল ৩শ টাকা কেজি। কৃত্রিম সংকট দেখিয়ে এর দাম বাড়িয়ে বিক্রি করেছিল চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুন গঞ্জের ব্যবসায়ীরা। জেলা প্রশাসন কর্তৃক সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করায় আদার দাম কিছুটা কমে আসলেও চট্টগ্রাম বন্দরে মালামাল খালাসের কার্যক্রম শুরু হওয়ায় আদার মূল্য দাঁড়িয়েছে ১১৫ টাকা কেজিতে। তবে খুচরায় এখনো আদা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে।
জানা গেছে, গতকাল খাতুনগঞ্জে দুই দেশের আদার মধ্যে চীনের আদা কেজি ১১৫ টাকায় আর মিয়ানমারের আদা বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে আমদানি ও সরবরাহ ঠিক রাখতে পারলে দাম বাড়ার কোনো সুযোগ নেই। এই সরবরাহ চ্যানেলে কোথা ব্যাঘাত ঘটলেই দাম বাড়ানোর সুযোগ তৈরি হয়। এজন্য বাংলাদেশ ব্যাংকে এসব পণ্যের আমদানি কেমন, আর্ন্তজাতিক বাজার দর কেমন তা যাচাই করে পদক্ষেপ নেওয়া উচিত।
খাতুনগঞ্জ কাঁচাপণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, বন্দর থেকে আদার কন্টেইনার দ্রুত ছাড় করে বাজারে সরবরাহ বাড়ানোর কারণে আদার উপর ইতিবাচক প্রভাব পড়েছে। এরফলে অভিযানের সময় দেওয়া দামের চেয়েও কমে আদা বিক্রি হচ্ছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত