পিকেএসএফসহ চার প্রতিষ্ঠানকে ২০০০ কোটি টাকার তহবিল

করোনাভাইরাস সঙ্কটে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনসহ চার প্রতিষ্ঠানকে ৫০০ কোটি করে মোট ২০০০ কোটি টাকার তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্য তিন প্রতিষ্ঠান হলো প্রবাসী, কর্মহীন বেকার ও গ্রামের মানুষকে ঋণ সহায়তা যোগাতে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ মে) গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই নতুন ‘প্রণোদনা প্যাকেজের’ ঘোষণা আসে।

আরো পড়ুন : করোনা : দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৩, নতুন শনাক্ত ১০৪১
আরো পড়ুন : চট্টগ্রামে ৭০ বাড়ি লকডাউন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাউকাউস অনুষ্ঠানে জানান, করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এটি হবে সরকারের ঘোষিত ১৮তম প্রেণোদনা প্যাকেজ ।

এ পর্যন্ত সব মিলিয়ে মোট ১ লাখ ১ হাজার ১১৭ কোটি টাকার ১৮টি প্রনোদনা প্যাকেজ ঘোষণা করা হল, যা দেশের মোট জিডিপির ৩.৬ শতাংশ।

শেয়ার করুন