দেশজুড়েচট্টগ্রামটপ-ফিচার ঘূর্ণিঝড় আম্পানে প্রচারণা চালাতে গিয়ে সিপিপির টিম লিডার নিহত - নিজস্ব প্রতিবেদক | আপডেটঃ মে ২০, ২০২০ Share on Facebook Tweet on Twitter tweet সিপিপির টিম লিডার শাহ আলমের মরদেহ উদ্ধার করছে পুলিশ। সিপিপির টিম লিডার শাহ আলমের মরদেহ উদ্ধার করছে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ায় ‘আম্পান’ এর প্রচারণা চালাতে গিয়ে সিপিপির টিম লিডার নিখোঁজ শাহ আলম (৪০)এর মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার কর্মরত অবস্থায় এ মর্মান্তিকর ঘটনাটি ঘটে। চট্টগ্রামের সিপিপির টিম লিডার ঈসা খান নয়া বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।