স্বাধীনতা দিবস কাবাডি কর্ণফুলি জোন এর বর্ণাঢ্য উদ্বোধন

বেলুন উড়িয়ে স্বাধীনতা দিবস কাবাডি কর্ণফুলি জোন এর বর্ণাঢ্য উদ্বোধন। নয়াবাংলা

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম হালিশহর পুলিশ লাইন মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি ২০১৭ কর্ণফুলি জোন এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ এপ্রিল) উদ্বোধনী দিনে ৮ টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বান্দরবান, খাগড়াছড়ি, লক্ষিপুর, রাঙ্গামাটি, চট্টগ্রাম, ফেনী জেলা নিজ নিজ খেলায় জয়লাভ করে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। চট্টগ্রাম পুলিশ সুপার ও সিজেকেএস সহ-সভাপতি নুরেআলম মিনা পিপিএম বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ অধ্যক্ষ আব্দুল হক, সিজেকেএস নির্বাহী সদস্য ও কাবাডি কমিটির সম্পাদক তানভীর আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন (ডিএসবি), সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান (সদর), কাউন্সিলর ফরহাদ মুনির জুয়েল, প্রবীন কুমার ঘোষ, কাবাডি কমিটির যুগ্ম সম্পাদক শাহজালাল উদ্দীন, সদস্য মজিবুর রহমান, আব্দুল মাবুদ, গিয়াস উদ্দীন বাবর, আর.আই আব্দুল ওহাব, এস.আই মো: নায়েব খাঁন, ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়–য়া দেবু, এ জেড এম হায়দারসহ রেফারীবৃন্দ এবং অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় কর্মকর্তা ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন