চট্টগ্রাম : সন্দ্বীপে সি-ট্রাক থেকে যাত্রীরা ওঠার সময় প্রচণ্ড ঢেউ ও সি-ট্রাকের ধাক্কায় ৪০/৪৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবির ঘটনায় এক নারীসহ ৪ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজ রয়েছে শিশুসহ অন্তত ১০ জন।
রোববার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপ্তাছড়া ঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
পরে উদ্ধার তৎপরতা চালিয়ে রাত ২টার দিকে তিনজন এবং সোমবার সকালে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনও শিশুসহ অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড, জেলা প্রশাসন ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছেন।
কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক জানিয়েছেন, চট্টগ্রামের কুমিরাঘাট থেকে ছেড়ে আসা একটি সি-ট্রাক গোপ্তাছড়া ঘাটে নোঙর করে।
এ সময় যাত্রী নিতে ছোট আকারের একটি নৌকা সি-ট্রাকের কাছে যায়। সেখান থেকে যাত্রীরা ওঠার সময় প্রচণ্ড ঢেউ ও সি-ট্রাকের ধাক্কায় ৪০/৪৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
লে. কর্নেল ওমর ফারুক জানান, তাৎক্ষণিকভাবে সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় ২৫ জনকে উদ্ধার করা গেলেও অন্যরা স্রোতে ভেসে যায়। রাতেই তিনজনের এবং সোমবার সকালে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।