ঘোরাঘুরি ঠেকাতে নগরজুড়ে ম্যাজিস্ট্রেটের অভিযান: ঈদের দিন পাঁচ মোটর সাইকেল জব্দ, জরিমানা

অভিযান পরিচালনা করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

হাকিম মোল্লা: চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেছেন, ঈদকে কেন্দ্র করে বিনোদনকেন্দ্রসহ সব এলাকায় জনসমাগম ঠেকাতে জেলা প্রশাসনের কয়েকটি ভ্রাম্যমাণ আদালত নগরজুড়ে অভিযান পরিচালনা করছে।

তারই ধারাবাহিকতায় সোমবার (২৫ মে) বিকেলে নগরের অভয়মিত্র ঘাট এবং কর্ণফুলী সেতু এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ঈদে সরকারি নির্দেশনা না মেনে ঘরের বাইরে এসে ঘোরাঘুরি করায়  ৫টি মোটরসাইকেলের চাবি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম আরোও  জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাইরে ঘোরাঘুরি না করে ঘরে পরিবারের সঙ্গে ঈদ করতে সরকারি নির্দেশনা রয়েছে।

একই দিন অভয়মিত্র ঘাট এলাকায় প্রাইভেট কার এবং মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছিলেন কয়েকজন যুবক। তাদেরও জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন