দুর্নীতির মামলায় জেলা প্রশাসনের সার্ভেয়ার গ্রেফতার

বিদ্যুৎ প্রকল্পের ভূমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অফিসের সার্ভেয়ার মো.ফখরুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।

সোমবার (০৩ এপ্রিল) দুপুরে নগরীর চট্টেশ্বরী রোডে জেলা প্রশাসনের সদর সার্কেলের ভূমি অফিস থেকে তাকে গ্রেফতার করেছে দুদক।

দুদকের বিভাগীয় পরিচালক আবু সাঈদ জানান, কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের ভূমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের অভিযোগে কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া মামলায় ফখরুলকে গ্রেফতার করা হয়েছে।

ক্ষতিপূরণ বাবদ ২৬ কোটি ৪২ লাখ ২৫ হাজার ৫ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেছিলেন দুদকের বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক সৈয়দ আহমদ।

দুদকের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাবলু জানিয়েছেন, মামলার এজাহারে আসামি না হলেও তদন্তে সম্পৃক্ততার তথ্য আসার পর ফখরুলকে গ্রেফতার করা হয়েছে।

দুদক পিপি আরো জানান, সোমবার বিকেলে ফখরুলকে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ আসে।

ফখরুলের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সৈয়দপুর গ্রামে। বিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের সময় তিনি কক্সবাজার ভূমি অফিসে কর্মরত ছিলেন।

শেয়ার করুন