[caption id="attachment_57838" align="aligncenter" width="684"]
হাবিবুল্লাহ[/caption]
করোনা নিয়ে নিজ বাসভবনে মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির পিতা হাবিবুল্লাহ (৮৫) মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর যুদবল সহ সভাপতি শাহেদ আকবর। পিতার দেখভাল করতে গিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি নিজেও করোনাবাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হন। বর্তমানে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সোমবার (১ জুন) সকালে নগরীর আকবরশাহ থানার মাজার গেইট নিজ বাসভবনে মারা যান তিনি।
আরো পড়ুন : এক লাফে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি সড়কে ডাকাতির সামিল
আরো পড়ুন : হাটহাজারীর গুচ্ছগ্রামের এক সন্ত্রাসী গ্রেফতারে পুরো এলাকায় স্বস্তি
জানা গেছে, করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিন তিনি। পরে করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি আইসিইউ সাপোর্টের দরকার হলে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিউ সাপোর্ট প্রদানে অপরাগতা জানালে বাসায় স্থানান্তর করা হয় তাকে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত