পীরে কামেল আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমীর ইন্তেকাল

পীরে কামেল আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী

চট্টগ্রাম : ইমামে আহলে সুন্নাত, রাহনুমা-এ-শরীয়ত ওয়া তরিকত, পীরে কামেল, আল্লামা নুরুল ইসলাম হাশেমী আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে মা ও শিশু হাসপাতালের সদস্য মাহমুদুর রহমান শাওন বলেন হুজুর আজ (মঙ্গলবার ২ জুন) ভোর ৫টায় ইন্তেকাল করেছেন।

আহলে সুন্নত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী গত শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি ছিলেন।

আরো পড়ুন : এনজিও প্রতিষ্ঠানকে পটিয়া ইউএনও’র হুঁশিয়ারি
আরো পড়ুন : ‘করোনা পরিস্থিতির অবনতি হলে সরকার কঠিন সিদ্ধান্ত নিবে’

আহলে সুন্নত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী বায়েজিদ বোস্তামী থানা বটতল এলাকার বাসিন্দা। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ইমাম। এছাড়া প্রবীণ আলেম হিসেবে তিনি সবার কাছে পরিচিত। সারা দেশে তাঁর লাখো মুরিদ রয়েছেন। সারাদেশে বেশ কয়েকটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাযী নুরুল ইসলাম হাশেমী। জানা গেছে আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছিলেন।

এক নজরে আল্লামা হাশেমী:
আলেমকূল শিরোমণি, ইমামে আহলে সুন্নাত, আল্লামা হাশেমী মুদ্দাজিল্লুহুল আলী বর্তমানে দেশের প্রসিদ্ধ আলেমগণের মধ্যে সবার শীর্ষে ছিলেন। তিনি আজীবন কঠোর পরিশ্রমের বদৌলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন শ্রদ্ধেয় ইমাম হিসেবে দ্বীন ইসলামের বিশুদ্ধ ঈমান আক্বীদার প্রচার প্রসারের ক্ষেত্রে অনন্য খেদমত আঞ্জাম দিয়ে এসেছেন। এ উপমহাদেশে বিদগ্ধ ওলামায়ে আহলে সুন্নাতের মধ্যে বর্তমানে তিনি অদ্বিতীয় ও অতুলনীয়। প্রিয়নবী ছরকারে দো‘আলম হযূর পুরনূর সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম-এর সুন্নাতের একনিষ্ঠ অনুসারী এ মহান ব্যক্তিত্ব আমাদের জন্য অনুপম অনুসরণীয় আদর্শ।

জন্ম ও বংশ পরিচয়ঃ
আউলিয়ায়ে কেরামের স্মৃতিধন্য চট্টগ্রাম জেলার তৎকালীন পাঁচলাইশ বর্তমানে বায়েজিদ থানার অন্তর্গত জালালাবাদের এক ধর্মভীরু সম্ভ্রান্ত মুসলিম কাযী পরিবারে হাশেমী বংশে ১৯২৮ সালের ২৯শে ডিসেম্বর, ১৫ রজব, রবিবার রাতে ইমামে আহলে সুন্নাত, আল্লামা কাযী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমী হুযূর কেবলা জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শাহ্ সুফী মাওলানা কাযী আহছানুজ্জমান হাশেমী (রাহমাতুল্লাহি আলাইহি) ছিলেন প্রসিদ্ধ হাশেমী বংশের একজন কৃতিপুরুষ। তাঁর মাতা ছিলেন বাংলার মোহাদ্দেসে আযম অলিয়ে কামেল চট্টগ্রাম শাহী জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব আল্লামা ছফিরুর রহমান হাশেমী (রাহমাতুল্লাহি আলাইহি)-এর ঔরসজাত কন্যা। তাঁর পুর্বপুরুষ সৈয়্যদুশ শোহাদা ইমাম হোসাইন (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু)-এর বংশধর।

তাঁর পিতার পূর্বপুরুষ মদীনা শরীফ হতে হিজরত করে বাগদাদে আসেন। (তাঁদের বংশ ইমাম হাসান (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু)-এর সাথে মিলিত হয়।) ওখান থেকে দিল্লীর বাদশাহ্ আওরঙ্গজেব আলমগীরের আমলে কাযীউল কুজাত বা প্রধান বিচারপতি হয়ে দিল্লীতে আসেন। দিল্লী থেকে নবাবী আমলে ইসলাম খাঁর অনুরোধে কাযীর দায়িত্ব গ্রহণ করে বিশেষত ইসলাম প্রচারের নিমিত্তে চট্টগ্রামে তাশরীফ আনেন। হযরত গাউসে আযম আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (রাহমাতুল্লাহি আলাইহি)-এর শ্রদ্ধেয় পীর কুতুবুল আরেফীন, ইমামুল মাশায়েখ হযরত খাজা ছালেহ লাহোরী (রাহমাতুল্লাহি আলাইহি)-এর সুযোগ্য খলিফা পাঁচলাইশ থানার বাকলিয়া নিবাসী মাওলানা সৈয়দ আব্দুন্নবী (রাহমাতুল্লাহি আলাইহি)-এর কন্যা বিবি শরীফা খাতুনের সঙ্গে তাঁর দাদাজান মাওলানা কাজী আবদুর রহীম হাশেমীর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। পিতা ও মাতা উভয় দিক থেকে তাঁর বংশধারা ছিল সম্ভ্রান্ত ও উঁচুস্তরের।

বাল্যকাল ও শিক্ষা জীবনঃ
বাল্যকাল থেকেই আল্লামা হাশেমী মুদ্দাজিল্লুহুল আলী তীক্ষ্ণ মেধাবী ও অত্যন্ত প্রতিভাবান ছিলেন। ছয় বছর বয়সে ক্বোরআন মজীদ খতম করেন। উর্দু, ফার্সি, আরবী, বাংলার প্রাথমিক জ্ঞান স্বীয় গৃহে আপন বুযর্গ পিতার কাছ থেকে অর্জন করেন। অতঃপর প্রাইমারী স্কুল পাশ করে পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওয়াজেদিয়া আলীয়া মাদ্রাসায় ভর্তি হন এবং নিয়মিতভাবে শিক্ষা অর্জন আরম্ভ করেন। সেখান থেকে প্রত্যেকটি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে ১৯৪৫ সালে জামাতে পঞ্জুমের পরীক্ষায় শিক্ষা বোর্ডের অধীনে কৃতিত্বের স্বাক্ষর স্বরূপ সনদ ও মাদ্রাসার পক্ষ থেকে গোল্ড মেডেল লাভ করেন। ১৯৪৯ সালে জমাতে উলা পর্যন্ত শিক্ষা কৃতিত্বের সাথে সমাপ্ত করেন। তিনি তাঁর সম্মানিত উস্তাদ আল্লামা মুছা মুজাদ্দেদী (রাহমাতুল্লাহি আলাইহি)-এর কাছ থেকে আরবী ভাষার বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন।

যাঁদের কাছ থেকে খেলাফত ও এজাযত লাভ করেছেনঃ
ইমামে আহলে সুন্নাত, রাহ্বুরে শরীয়ত মুহিউস্ সুন্নাহ্, কা‘মেয়ে বিদ্আত্, বকিয়াতুস্ সালাফ, হুজ্জাতুল খালাফ, সিরাজুল ওলামা, বদরুল ফুযলা আল্লামা কাযী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমী মুদ্দাজিল্লুহুল আলী ক্বাদেরীয়া তরীকায় প্রথমে তাঁর পিতা সুলতানুল ওয়ায়েজীন সিরাজুস্সালেকীন, হাদীয়ে যমান, হযরত মাওলানা কাযী মুহাম্মদ আহ্ছানুজ্জমান হাশেমী রাহমাতুল্লাহি আলাইহি-এর মোবারক হাতে বায়‘আত গ্রহণ করে সুলুকের কাজ শেষ করার পর খেলাফত লাভ করেন। শাহ্ মাওলানা আহ্ছানুজ্জমান রাহমাতুল্লাহি তা‘আলা আলাইহি তাঁর আপন নানাজান যুবদাতুল আরেফীন বোরহানুল আশেক্বীন, আশেক্বে ইলাহী হযরত মাওলানা আবদুন্নবী রাহমাতুল্লাহি আলাইহি হতে খেলাফত লাভ করেন। তিনি ইমামুত্ ত্বরীকত মাখ্জনে হাকীক্বত, রাজদারে রূমুজে মারেফত, মোসলেহে উম্মত হযরত মাওলানা শাহ্ সালেহ্ লাহুরী রাহমাতুল্লাহি আলাইহি হতে খেলাফত লাভ করেন। যিনি হযরত শাহ্ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী রাহমাতুল্লাহি আলাইহি-এরও পীর মুরশীদ ছিলেন। এ ছাড়া ফুরফুরা দরবারের পীর ও মুরশীদ হযরত মাওলানা আবূ বকর ছিদ্দিক্বী রাহমাতুল্লাহি আলাইহি ও আল্লামা হাশেমী সাহেব ক্বেবলার বাবাজান কেবলা রাহমাতুল্লাহি আলাইহি-কে স্বেচ্ছায় খেলাফত ও এজাযত প্রদান করেন; কিন্তু তাঁর বাবাজান প্রায় আপন নানাজান কেবলা রাহমাতুল্লাহি আলাইহি-এর সিলসিলায় বায়‘আত করাতেন। ফুরফুরা দরবারের বড় শাহ্জাদা পীরে কামেল মাওলানা আবদুল হাই সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এক সফরে চট্টগ্রাম আসলে তাঁর বাবাজান কেবলার সাথে সাক্ষাৎ করতে আল্লামা হাশেমী সাহেব ক্বিবলার বাড়িতে তাশরিফ আনেন; সে দিন আল্লামা হাশেমী সাহেবকে তিনিও খেলাফত ও এজাযত প্রদান করেন। এছাড়া হযরত পীর সাহেব ক্বেবলাকে চট্টগ্রাম রাউজান থানাধীন আন্ধার মানিকের সু-প্রসিদ্ধ পীরে কামেল হযরত শাহ্ মাওলানা সাইয়্যাদ আবদুল জলীল আল-ক্বাদেরী রাহমাতুল্লাহি আলাইহিও খেলাফত ও এজাযত দান করেন। উল্লেখ থাকে যে, অতুলনীয় আশেক্বে রাসূল সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম, আলেমকুল শিরমণি শামসুল আরেফীন, ইমামুল মোনাযেরীন, সাইয়্যাদুল মোহাক্বেকীন, ইমামে আহলে সুন্নাত, গাজীয়ে দ্বীন ও মিল্লাত, হযরত আল্লামা শাহ্ সৈয়্যদ আজিজুল হক্ব আল-ক্বাদেরী শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহিও আল্লামা হাশেমী সাহেব ক্বিবলাকে এজাযত প্রদান করেন। প্রকাশ থাকে যে, হযরত শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি-আওলাদে রাসূল সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম, গাজীয়ে ফিলিস্তিন, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত, ছাহেবে কাশ্ফ ও কারামত হযরত আল্লামা সাইয়্যাদ আবদুল হামীদ বাগদাদী আফিন্দি আজহারী রাহমাতুল্লাহি আলাইহি হতে খেলাফত ও এজাযত লাভ করেছিলেন। ১৯৯৫ ইংরেজীতে আল্লামা হাশেমী সাহেব ক্বিবলা পবিত্র হজ্বব্রত পালন করতে গেলে, আরবের সুপ্রসিদ্ধ আলেমে দ্বীন ও পীর, সনদুল মুহাক্কেকীন, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত হযরতুল আল্লামা সাইয়্যাদ মুহাম্মদ ইবনে সাইয়্যাদ আলাভী মালেকী দামত বারাকাতুহুমুল আলীয়াও তাঁকে ক্বাদেরীয়া চিশ্তীয়া নক্শবন্দিয়া মোজাদ্দেদীয়া ত্বরীকার খেলাফত ও এজাযত প্রদান করেন। এছাড়া আল্লামা হাশেমী সাহেব ক্বেবলা চিশ্তীয়া নেযামীয়া তরীকায় হযরত খাজা নেযামুদ্দিন মাহবুবে ইলাহী রাহমাতুল্লাহি আলাইহি-এর ভাগিনার আওলাদ, কোদওয়াতুস্সালেকীন হযরত মাওলানা পীর যামেন নেযামী সাইয়্যাদ বোখারী রাহমাতুল্লাহি আলাইহি-এর পবিত্র হাতে বায়‘আত খেলাফত ও এজাযত লাভে ধন্য হন। উল্লেখ্য পীর যামেন নেযামী রাহমাতুল্লাাহি আলাইহি তাঁকে ‘সিরাজুল ওলামা’ খেতাবে ভূষিত করেন। নক্শবন্দিয়া মুজাদ্দেদীয়া তরিকায় তাঁর নানাজান, উসতাদুল ওলামা ওয়াল মোহাদ্দেসীন, বাহরুল উলুম হযরত আল্লামা শাহ্ সফিরুর রহমান হাশেমীর পবিত্র হাতে এজাযত প্রাপ্ত হন। তাছাড়া মুহতারাম হুযূর ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী ঢাকা আলীয়া মাদ্রাসার প্রধান মোহাদ্দেস, সাইয়্যাদুল ওলামা ওয়াল মুহাদ্দেসীন, বহু কিতাবের প্রণেতা, হযরত আল্লামা মুফতী সাইয়্যাদ মুহাম্মদ আমিমুল এহ্সান মোজাদ্দেদী বরকতী রাহমাতুল্লাহি আলাইহি হতে মুজাদ্দেদীয়া নক্শবন্দীয়া তরিকায় বাইয়াত গ্রহণ করতঃ খেলাফত ও ইজাযত লাভ করেন। এছাড়া তিনি তাঁর পবিত্র হাতে লিখিত ‘নাইলুল মুরাম বে-আসানিদে আস্ শাইখ নুরুল ইসলাম’ নামে একটি ইলমে হাদীস, তাফসীর, ফিক্হ্ ও তরিকতের ইজাযত সম্বলিত সনদও প্রদান করেন। এছাড়া বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সাইয়্যাদুল মুনাযেরীন, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, হযরত আল্লামা সাইয়্যাদ আবেদ শাহ্ মোজাদ্দেদী রাহমাতুল্লাহি আলাইহিও ক্বাদেরীয়া চিশতীয়া নক্শবন্দিয়া মোজাদ্দেদীয়া তরিকায় খেলাফত ও এজাযত প্রদান করেন। সিরহিন্দ শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা এহইয়া মোজাদ্দেদী মুদ্দাজিল্লুহুল আলী নক্শবন্দিয়া মোজাদ্দেদীয়া তরিকায় খেলাফত ও এজাযত দান করেন। এছাড়া আরব আযমের অনেক বুযর্গানে দ্বীন হুযূর কেবলাকে খেলাফত ও এজাযত দিয়ে সম্মানিত করেছেন।

শেয়ার করুন