চমেক ল্যাবে ডাক্তার পুলিশ স্বাস্থ্যকর্মীসহ ১০১জন করোনা শনাক্ত

প্রতীকী ছবি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজে চমেক হাসপাতাল টেষ্ট ল্যাবে নমুনা পরীক্ষায় আরো দশ জন ডাক্তারসহ মোট ১০১ জনের শরীরে করোনাভাইরাস কোভিট-১৯ শনাক্ত করা হয়েছে। ঐ ল্যাবে ডাক্তার ছাড়াও নতুন শনাক্তদের তালিকায় রয়েছে আরো ৪ জন পুলিশ সদস্য, চমেক ও নগরীর জেনারেল হাসপাতালের চার স্বাস্থ্যকর্মী, আর দুইজন আনসার সদস্য।

সোমবার (১ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

আরো পড়ুন : পীরে কামেল আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমীর ইন্তেকাল
আরো পড়ুন : দিনে সরব সন্ধ্যায় নীরব নগরী

তথ্য মতে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে সোমবার সর্বমোট ২৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ১০১ জনের ফলাফল পজেটিভ আসে। এর মধ্যে ৯৫ জন নগরীর এবং বোয়ালখালী উপজেলার ৩ জন, রাঙ্গুনিয়া, কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার ১ জন করে মোট ৬ জন। নগরীতে শনাক্তদের তালিকায় রয়েছেন পুলিশ, চিকিৎসক স্বাস্থ্যকর্মী, ওয়াসার স্টাফ কোয়ার্টারের কর্মী।

শেয়ার করুন