[caption id="attachment_57895" align="aligncenter" width="720"]
অতিরিক্ত যাত্রী বহনের দায়ে মিনি বাসকে পটিয়া ইউএনও'র জরিমানা[/caption]
চট্টগ্রাম : স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে যাত্রীবাহী ১টি মিনি বাসকে জরিমানা করেছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। একই সময়ে এ সময় পটিয়া উপজেলার বৈলতলি রোড ও মাজার গেইট এলাকায় সন্ধ্যার পর জনসমাগম করে দোকান খোলা রাখায় ৩টি দোকানের মালিককে ৫ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।
আরো পড়ুন : ফটিকছড়িতে মফিজ মুন্সি নামে এক সার্ভেয়ারের রহস্যজনক মৃত্যু
আরো পড়ুন : করোনা আক্রান্ত কাউকে হেনস্থা করলে ব্যবস্থা নিবে সিএমপি
এ ব্যপারে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করার অপরাধে যাত্রীবাহী আর.বি পরিবহন নামে ১টি মিনি বাসকে ১০ হাজার টাকা ও সন্ধ্যার পর জনসমাগম করে দোকান খোলা রাখায় ৩টি দোকানের মালিককে ৫ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের প্রত্যেককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত