পরিবহনে হয়রানি ও নৈরাজ্য বন্ধে কঠোর সিএমপি

সিএমপির সাথে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

চট্টগ্রামে পরিবহনে হয়রানি ও নৈরাজ্য ঠেকাতে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের সাথে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস.এম. মোস্তাক আহমেদ খান।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিএমপির পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। পরিবহন সেক্টরে হয়রানি ও নৈরাজ্য বন্ধে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দকে তিনি সহযোগিতামূলক মনোভাবের সাথে এগিয়ে আসার আহ্বান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মোঃ তারেক আহম্মেদ, মৃণাল চৌধুরী, বেলায়েত হোসেন বেলাল, অলি আহমদ, হাজী রুহুল আমিন, পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পরিবহন মালিক শ্রমিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন