সব তো আর করোনাভাইরাস না

করোনার কঠিন সময়েও অব্যাহত ডাঃ মোরশেদের চিকিৎসা সেবা
করোনার কঠিন সময়েও অব্যাহত ডাঃ মোরশেদের চিকিৎসা সেবা

চট্টগ্রাম : করোনায় সারাদেশের চিকিৎসা সেবা নিয়ে যেখানে নানা অভিযোগ। আর চিকিৎসা সেবা না পাওয়ার বেদনায় কাতরাচ্ছে রোগী থেকে রোগীর স্বজন। ঠিক সেই সমেয় স্বাস্থ্যবিধি মেনে সাধারণ রোগিদের নিরালস চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন ডাঃ মোরশেদ খান।

এম.এসসি (মেডিসিন) সুইডেন, সিসিডি-ঢাকা বারডেম এবং চমেক মেডিক্যাল কলেজ হাসপাতাল এর ডায়াবেটিক, মেডিসিনও শিশুরোগে অভিজ্ঞ এই চিকিৎসক করোনাভাইরাস কঠিন সময়ে নগরীর ইপিজেডস্থ মর্ডাণ ডায়াগনষ্টিক এন্ড রিসার্চ সেন্টারে অনেকটা ঝুঁকি নিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে আসা রোগিদের সেবা দিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন : পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে
আরো পড়ুন : আল্লামা আহমদ শফি চমেক হাসপাতালে

দূর্যোগ মূহূর্তে প্রাথমিক চিকিৎসা সেবা পেয়ে শস্তি প্রকাশ করলো আগত রোগি। রবিবার দুপুর ১২টায় কদমতলী ২২মহল্লা থেকে জ্বর, বুকে ব্যথা নিয়ে মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টার এন্ড রির্চাস সেন্টারে। ডাক্তার দেখাতে আসা ৩৮ বছরের ইয়াছিন চিকিৎসা সেবা পাওয়া প্রসঙ্গে বলেন, আমি বিগত ৮/৯দিন যাবত কঠিন রোগ মনে করে ভয়ে কোথাও যেতে চাচ্ছিলাম না। এক প্রতিবেশীর কাছে শুনে ডাঃ মোরশেদের চেম্বারের সেবা পেয়ে অনেকটাই সুস্থ্যবোধ করছি।

বন্দরের ধুপপোল এলাকার গৃহিনী রোজি আক্তার (২৭)ও এ মুহূর্তে প্রাথমিক চিকিৎসা সেবা পেয়ে শস্তি প্রকাশ করেন। তিনি বলেন-গত ৪/৫দি আগে শ্বাশুড়ির মৃত্যু হলে কিছুটা সাহস হারায়। এখন গায়ে ১০২ ডিগ্রী জ্বর, বুকে ব্যথা নিয়ে ডাঃ মোরশেদের কাছে এসে সময় মতো চিকিৎসক পেয়ে অনেক ভালো লাগছে। আর নিমতলার (দাবাড়ু) মঈনুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রীতিমত শতভাগ সুস্থ্য হয়ে হেঁটেই বাড়ী যাবার আশা পোষন করলেন।

কঠিন সময়ে সেবা দেওয়া প্রসঙ্গে ডাঃ মোরশেদ খান বলেন, মহান পেশায় ব্রতী নেওয়ার শপথ ভঙ্গ হোক তা কেউ চাই না। আমরা যথেষ্ট নিরাপত্তা ও লজিষ্টিক সার্পোট না পেলে কার সেবা কাকে দিবো। প্রাইভেট প্রাকটিশ তো আরো কঠিন কাজ। তৃণমূল থেকে আসা নানান উপসর্গ নিয়ে আসা রোগির সমস্যা চিহিৃত করণ কি কঠিন তা বলে বুঝানো যাবে না। মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টার এন্ড রির্চাস সেন্টারে সেই সাহস টুকু নিয়ে উৎসাহ পেয়ে দূর্যোগ মূহূর্তে চিকিৎসা সেবার হাত প্রসারিত করেছি। আর সব রোগ তো করোনা ভাইরাস না_বললেন ওই সহসী চিকিৎসক।

সে প্রসঙ্গে মর্ডাণ ডায়াগনষ্টিকের ম্যানেজার ইনর্চাজ ওসমান গনি জানালেন, আমরা শুরু থেকেই এই অঞ্চলের মানুষের চিকিৎসা ও স্বাস্থ্য সেবায় প্রতিষ্ঠানকে উন্মুক্ত রেখেছি। রোগির দূর্ভোগ ও অসুবিধার কথা বিবেচনা করে অত্যন্ত স্বল্প খরচে ট্রান্সপোট সার্পোট (এ্যাম্বুলেন্স), ল্যাব সুবিধা গুলো সরকারী নির্ধারিত মূলেই শ্রমজীবি, অসহায় এবং জনসাধারণকে সেবা অব্যাহেত রাখছি। আমি মনে করি সকল সেবামূলক প্রতিষ্ঠান গুলো করোনাকালীন দুর্যোগ মূহূর্তে গণমানুষের পাশে থাকা প্রয়োজন। ব্যবসা নয়, মানব সেবার মানসিকতা নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যেতে হবে। মানবতার ডাকে সাড়া দিতে হবে।

শেয়ার করুন